




…………………………





এবার বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে ডাক পেয়েছেন গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ছাত্র শাদমান প্রতিক। বছরে প্রায় কোটি টাকা বেতনে সফ’টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন তিনি। গুগলের আয়ার’ল্যান্ড অফিসে যোগ দেবেন প্রতীক।
…
জানা গেছে, “প্রতিক কম্পিউটার সাইন্সে “ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)” থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। পরে তিনি সিঙ্গাপুরে shopee নামে একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন।”





…………………………





গুগল মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার*নেট ও সফটওয়্যার সেবাদান’কারী বহুজাতিক কোম্পানি। বিশেষ-ভাবে তাদের গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা ও ক্লাউড কম্পিউটিং সেবার জন্য এটি প্রসিদ্ধ। গুগলের আয়ের মূল উৎস বিজ্ঞাপন, যা ‘এডওয়ার্ডস’ প্রোগ্রা’মের মাধ্যমে পরিচালিত হয়।। শাদমান প্রতিকের জন্য রইল শুভকামনা।





…………………………





তথ্যসূত্রঃ বাংলাদেশ টাইমস ডটকম