Fri. Dec 1st, 2023

    …………………………

    সমাস প্রধানত ৬ প্রকার:
    …..
    ছন্দে ছন্দে মনে রাখুন..
    ১) দ্বন্দ্ব সমাস
    ২) দ্বিগু সমাস
    ৩) কর্মধারয় সমাস
    ৪) বহুব্রীহি সমাস
    ৫) অব্যয়ীভাব সমাস
    ৬) তৎপুরুষ সমাস
    ‪…..
    #‎কৌশলটি নিম্নরূপ:—
    ও–এবং–আর মিলে যদি হয় “দ্বন্দ্ব“,
    সমাহারে “দ্বিগু” হলে নয় সেটা মন্দ |
    যে–যিনি–যেটি–যেটা– তিনি “কর্মধারায়“,
    যে–যার শেষে থাকলে তারে বহুব্রীহি কয় |
    অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে “অব্যয়ী” মেলে,
    বিভক্তি লোপ পেলে তাকে “তৎপুরুষ” বলে |

    …………………………

    ———————————————————————————————————————————————————-

    সমাসের উদাহরহন

    এগুলো থেকে ১মার্ক নিশ্চিত কমন পাবেন।

    ১. ব্যাসবাক্যের অপর নাম কী?
    উত্তর: বিগ্রহ বাক্য
    ২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?
    উত্তর: প্রাদি সমাস
    ৩. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?
    উত্তর: বহু ধান
    ৪. ‘কাজলকালো’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: কাজলের ন্যায় কালো
    ৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন
    কর্মধারয় সমাস?
    উত্তর: মধ্যপদলোপী
    ৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে?
    উত্তর: ৩
    ৭. ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস?
    উত্তর : উপপদ তৎপুরুষ
    ৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
    উত্তর: ক্ষুদ্র
    ৯. ‘রূপক কর্মধারয়’ – এর সমস্তপদ কোনটি?
    উত্তর: বিষাদসিন্ধু
    ১০. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?
    উত্তর: উপপদ তৎপুরুষ
    ১১. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?
    উত্তর: তেপান্তর
    ১২. সমাস কত প্রকার?
    উত্তর: ছয় প্রকার
    ১৩. ‘চিরসুখী’ – এর ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: চিরকাল ব্যাপিয়া সুখী
    ১৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
    উত্তর: পরপদ
    ১৫. অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় – এর বিপরীত
    সমাস কোনটি?
    উত্তর: বহুব্রীহি
    ১৬. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
    উত্তর: কাজলকালো
    ১৭. নীল যে পদ্ম
    উত্তর: কর্মধারয় সমাস

    …………………………

    ১৯. ‘চাঁদমুখ’ – এর ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: চাঁদের ন্যায় মুখ
    ২০. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
    উত্তর: বিশেষ্য
    ২১. ‘আশীবিষ’ – কোন সমাস?
    উত্তর: ব্যাধিকরণ বহুব্রীহি
    ২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
    উত্তর: অরুণরাঙা
    ২৩. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
    উত্তর: সংস্কৃত
    ২৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
    উত্তর: পলান্ন
    ২৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
    উত্তর: দ্বীপ
    ২৬. কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা
    কল্পনা করা হয়?
    উত্তর: রূপক কর্মধারয়
    ২৭. কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের?
    উত্তর: গায়ে পড়া
    ২৮. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: ফুলের ন্যায় কুমারী
    ২৯. ‘কমলাক্ষ’ – এর সঠিক ব্যাসবাক্য হলো-
    উত্তর: কমলের ন্যায় অক্ষি যার
    ৩০. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?
    উত্তর: কর্মধারয় সমাস
    ৩১. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি?
    উত্তর: মনগড়া
    ৩২. রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কোনটি থাকে?
    উত্তর: ন্যায়
    ৩৩. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্ধ সমাস?
    উত্তর: সমার্থে
    ৩৪. সমাস সাধিত পদ কোনটি?
    উত্তর: দম্পতি
    ৩৫. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: পঞ্চ নদীর সমাহার
    ৩৬. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের
    অন্তর্ভুক্ত করেছেন?
    উত্তর: কর্মধারয়

    …………………………

    ৩৮. ‘চন্দ্রমুখ’ – শব্দের ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: মুখ চন্দ্রের ন্যায়
    ৩৯. ‘মন মাঝি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: মনরূপ মাঝি
    ৪০. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি
    বিশেষণ না হয় তবে তাকে কী বলে?
    উত্তর: ব্যধিকরণ বহুব্রীহি
    ৪১. কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ?
    উত্তর: নরাধম
    ৪২. দিল্লীশ্বর কিসের উদাহরণ?
    উত্তর: তৎপুরুষ
    ৪৩. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন
    সমাস গঠিত হয়?
    উত্তর: উপমিত কর্মধারয়
    ৪৪. সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে
    সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?
    উত্তর: উপমান কর্মধারয়
    ৪৫. তৎপুরুষ সমাস কয় প্রকার?
    উত্তর: নয়
    ৪৬. কোনটি সমার্থক দ্বন্ধ সমাস?
    উত্তর: কাগজ-পত্র
    ৪৭. ‘বিশ্ববিখ্যাত’ সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে?
    উত্তর: সপ্তমী তৎপুরুষ
    ৪৮. কর্মধারয় সমাস নয় কোনটি?
    উত্তর: মধুমাখা
    ৪৯. পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে?
    উত্তর: অব্যয়ীভাব সমাসে
    ৫০. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের
    প্রাধান্য থাকে তাকে কী বলে?
    উত্তর: দ্বন্ধ সমাস
    ৫১. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?
    উত্তর: পঞ্চ নদীর সমাহার
    ৫২. ‘হংসডিম্ব’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: হংস ও ডিম্ব
    ৫৩. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
    উত্তর: করপল্লব
    ৫৪. ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
    উত্তর: আরক্তিম
    ৫৫. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ?
    উত্তর: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
    ৫৬. ‘উদ্বেল’ কী অর্থে অব্যয়ীভাব সমাস?
    উত্তর: অতিক্রম অর্থে৭৭. ‘প্রতিদ্বন্ধী’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
    উত্তর: প্রত্যুত্তর
    ৭৮. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
    উত্তর: পকেটমার
    ৭৯. ‘বিষাদসিন্ধু’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: বিষাদ রূপ সিন্ধু
    ৮০. উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি?
    উত্তর: পান্নাসবুজ
    ৮১. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি?
    উত্তর: একঘরে
    ৮২. ‘জায়া’ শব্দের স্থলে বহুব্রীহি সমাসে কোনটি ব্যবহৃত
    হয়?
    উত্তর: জানি
    ৮৩. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?
    উত্তর: পূর্বপ
    ৮৬. ‘মনগড়া’ কোন সমাস?
    উত্তর: তৎপুরুষ
    ৮৭.
    খাতা-পত্র কোন অর্থে দ্বন্ধ সমাস?
    উত্তর: সমার্থক
    ৮৮. নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
    উত্তর: শতাব্দী
    ৮৯. ‘বালিকা বিদ্যালয়’ কোন সমাস?
    উত্তর: চতুর্থী তৎপুরুষ
    ৯০. সাধারণত চ্যুত, জাত, ভীত, গৃহীত অর্থে যে সমাস
    হয়তার নাম –�
    উত্তর: পঞ্চমী তৎপুরুষ ৫৮. ‘বিদ্যাহীন’ শব্দটি কোন ধরনের সমাস হবে?
    উত্তর: তৃতীয়া তৎপুরুষ
    ৫৯. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ?
    উত্তর: অভাব
    ৬০. সত্য বলে যে = সত্যবাদী – এটি কোন সমাসের অন্তর্গত?
    উত্তর: উপপদ তৎপুরুষ
    ৬১. নিচের কোনটি ‘বিপরীতার্থক দ্বন্ধ’?
    উত্তর: জমা-খরচ
    ৬২. উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ
    সমাস হয়?
    উত্তর: ৩য়া
    ৬৪. ‘হাট-বাজার’ কোন সমাস?
    উত্তর: দ্বন্ধ
    ৬৬. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, যূথ প্রভৃতি কোন সমাসে
    আছে?
    উত্তর: ষষ্ঠী তৎপুরুষ
    ৬৭. ‘রাজপথ’ – এর ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: পথের রাজা
    ৬৮. ‘চিরকাল ব্যাপীয়া সুখী = চিরসুখী’ =- এটি কোন
    সমাসের উদাহরণ?
    উত্তর: মধ্যপদলোপী কর্মধারয়
    ৬৯. ‘বিরানব্বই’ কোন সমাসের উদাহরণ?
    উত্তর: নিত্য
    ৭১. ‘তুষারশুভ্র’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: তুষারের ন্যায় শুভ্র

    ৭২. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
    উত্তর: পরপদ
    ৭৩. নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস?
    উত্তর: তেমাথা
    ৭৪. দ্বন্ধ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে
    ব্যাসবাক্যে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়?
    উত্তর: তিনটি
    ৭৫. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়?
    উত্তর: তুষারশুভ্র
    ৭৬. খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?
    উত্তর: মাছিমারা
    ৯৪. সমাস শব্দের অর্থ কী?
    ৯১. ‘মাদক দ্বারা আসক্ত = মাদকাসক্ত’ – এটি কোন সমাস?
    উত্তর: তৎপুরুষ
    ৯২. “মহৎমন যার” – এর সঠিক সমাসবদ্ধ পদ কোনটি?
    উত্তর: মহৎমনা
    ৯৩. ‘যথাযোগ্য’ – শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস
    হয়েছে?
    উত্তর: অনিতক্রম্যতা

    উত্তর: সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
    ৯৫. কোনটি নিত্য সমাসের উদাহরণ?
    উত্তর: গ্রমান্তর
    ৯৬. যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে
    বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং
    পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন
    সমাস বলে?
    উত্তর: কর্মধারয় সমাস
    ৯৭. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
    উত্তর: দেশান্তর
    ৯৮. ‘জনৈক’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: জন যে এক
    ৯৯. ‘স্মৃতিসৌধ’ – কোন সমাসের সমস্তপদ?
    উত্তর: কর্মধারয়
    ১০০. ‘মুখচন্দ্র’ এর ব্যাসবাক্য কোনটি?
    উত্তর: মুখ চন্দ্রের ন্যায়।

    শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, ফুড, অডিটর ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি গ্রুপে জয়েন করুন