Mon. Dec 4th, 2023

    বাংলাদেশে চাকরীর বাজারে ভারতের দৌরাত্ব্য নিয়ে অনেক যুবকের ঘুম হারাম। কিন্তু ভেবে দেখেছেন কেন তারা চাকরী পায়, আর আপনি পান না?

    এর একমাত্র কারণ হচ্ছে তাদের ইংরেজী ভাষার দক্ষতা আর সফট স্কিলস। আপনি মাস্টার্সে পড়ছেন, অথচ ইংরেজীতে পরিচয় দিতে গিয়ে আপনার নাজেহাল অবস্থা।

     

    ইংরেজী শেখার ক্ষেত্রে সবচে বড় বাঁধা হচ্ছে ভয়। এই ভয় কাটানো এবং নিয়মিত অনুশীলনের জন্যই Youth Development Union শুধুমাত্র ইন্টারমিডিয়েট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে “Learning Communicative English With YDU”.

    দু’মাস  ব্যাপী এই কোর্সে রয়েছে ২০ টি ক্লাস, ২ টি ওয়ার্কশপ এবং দুটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। দুটি ওয়ার্কশপে ইংরেজিতে পাবলিক স্পিকিং এবং সিভি লেখার কৌশল শেখানো হবে।

     

    মাত্র ৩০০ টাকায় এই কোর্সে দেশের যেকোনো প্রান্ত থেকে যুক্ত হতে পারেন আপনিও। এছাড়া Early Bird’ এ রেজিষ্ট্রেশন করলেই পাচ্ছেন ৩৫% ডিসকাউন্ট অর্থাৎ মাত্র ২০০টাকায় রেজিষ্ট্রেশন। তাই আর দেরি কেনো?? এখনি রেজিষ্ট্রেশন করে যুক্ত হয়ে নিন আমাদের সাথে।

    Registration Link:

    https://ydunion.org/registration/

    বিস্তারিত জানতে ভিজিট করুন Youth Development Union ফেসবুক পেইজে।

    © Worthytalkbd.com এর পোস্ট নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।