Sat. Sep 23rd, 2023

    গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

    ডিজেলের দাম বাড়ায় পরিবহন মালিকদের নিয়ে রোববার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) দফতরে বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

    আলোচনা শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দূরপাল্লার প্রতি কিলোতে ১ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোতে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

    বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, মহানগরে বাস ভাড়া সর্বনিম্ন ৮ এবং ১০ টাকা করা হয়েছে।