




…………………………





রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাংগিপাড়ায় পেঁপে চাষে সফল হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হেলাল। শিক্ষকতার পাশাপাশি শুরু করেন পেঁপে চাষ। স্থানীয় বাজারে পেপের চাহিদা ও দাম ভাল থাকায় তিনি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছেন। পেঁপে বিক্রি বাবদ তিনি প্রতি বছর লক্ষাধিক টাকা আয় করেন বলেও তিনি জানান।
…
এ প্রসঙ্গে মো. হেলাল মাষ্টার বলেন, প্রথমে আমার বাসা বাড়ির আশপাশে পরীক্ষামূলক ভাবে ১শ’পেঁপে চারা রোপন করি। পরে আমার নিজস্ব ১ একর জমিতে গত ৬-৭ মাস আগে পেঁপে চারা রোপন করি বর্তমানে পেঁপে পাকতে শুরু করেছে। খরচ বাদ দিয়ে এই এক একর জমিতে প্রায় ১০ লাখ টাকার পেঁপে বিক্রি করা সম্ভব বলেও তিনি জানান।





…………………………





লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম বলেন, সরকার কৃষির উপর অত্যন্ত গুরুত্বরোপ করেছেন। সে সুবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সকল প্রকার সহযোগিতা প্রদান করে থাকেন। লংগদু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সহায়তায় সর্বদা প্রস্তুত রয়েছেন।
তথ্যসূত্রঃ আধুনিক কৃষি খমার