Thu. Dec 7th, 2023

    ………………………………

    বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ৬০ শিক্ষার্থী।  সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের                     প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চলতি মাস থেকেই তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

    খোঁজ নিয়ে জানা যায়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ১৫ জন,                    আইন অনুষদের ৪ জন, বিজ্ঞান অনুষদের ১৩ জন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ৪ জন, প্রকৌশল অনুষদের ২ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৫ জন, কলা অনুষদের ৫ জন এবং কৃষি অনুষদের ২ জ।।
    নিয়োগপ্রাপ্ত বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের মঞ্জুরুল ইসলাম হিমেল, মাহ্ফুজার রহমান,                   রোকনুজ্জামান মিয়া, নাজমুল হোসাইন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সজীব মোল্লা, শাহ আলী, নাসরিন সুলতানা জ্যোতি, ফাহিম হোসেন, মুন্নাফ হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রাসেল ইসলাম, রশির উদ্দিন, রেজোয়ানুল হক,                      ফাইন্যান্স বিভাগের আল নোমান, রাকিবুজ্জামান, ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সাইদুর রহমান।

    আইন অনুষদের শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের মঞ্জুরুল ইসলাম, আবু সাইদ, রিপন চ্যাটার্জী এবং জাহিদ হাসান।
    বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের আলাউদ্দিন, আল আমিন হক,                        পদার্থবিজ্ঞান বিভাগের রাসেল আহমেদ, মমিনুর রহমান, সঞ্জয় হোসেন, আল মামুন, নাজিবুল হক, গণিত বিভাগের অমিত কুমার পাল, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাইফুল ইসলাম, মোহাইমিনুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের শরিফুর রহমান, মনিরুল ইসলাম,                      পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সুফিয়ান সাত্তারী।

    জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাইফুল ইসলাম, প্রাণিবিদ্যার আলমগীর                   , ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সোহেল রানা, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সজিবুর রহমান।
    প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান হোসেন                     ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের হাবিবা সুলতানা।

    সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা হলেন লোক প্রশাসন বিভাগের প্রীতম রায়, মোস্তাফিজুর রহমান,                        সমাজকর্ম বিভাগের ইমরান হোসেন, শারমিন সুলতানা, আওয়াল কাফি বাপ্পা, সমাজবিজ্ঞান বিভাগের শাহীন কবির, শফিউল ইসলাম, মাহমুদুল হাসান, মুরাদ হোসেন, আখতারুজ্জামন বিপুল, মীর তাসনিম তন্বী, অর্থনীতি বিভাগের খায়রুল বাশার,                                        জুয়েল রানা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মহসীন চৌধুরি, দিলীপ কুমার রায়।

    কলা অনুষদের শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের সুজন আলী, ইসলামের ইতিহাস ও                       সংস্কৃতি বিভাগের তামান্না বিনতে কালাম, ইতিহাস বিভাগের আরেফিন ইসলাম, ইংরেজি বিভাগের শামীম মাহাদী, সংস্কৃত বিভাগের উপমা কুন্ডু।
    কৃষি অনুষদের শিক্ষার্থীরা হলেন ক্রপ                    সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মোহাইমিনুল ইসলাম ও রাসেদ খান।

    সদ্য নিয়োগপ্রাপ্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহফুজার রহমান বলেন, ২০২০ সালের ১৪জুন থেকে রাজশাহীর সারদা                       পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু হয়। এবারে ট্রেনিং প্রাপ্ত হোন ১২৩১ জন শিক্ষার্থী। আজ আনুষ্ঠিতভাবে শেষ হলো এক বছরের প্রশিক্ষণ।
    প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ পুলিশে ৩৭তম বহিরাগত ক্যাডেট এসআই পদে ৯০ জন এবং                           ৩৬তমতে ৭৫ জন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।

    তথ্যসূত্রঃ ডেইলি বাংলাদেশ