




…………………………





প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ১মার্ক আসতে পারে।
###বাংলা–সাহিত্যঃ
০১) কপালকুণ্ডলা(১৮৬৬) যে প্রকৃতির রচনা? __রোমান্সধর্মী উপন্যাস (নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা) ০২) তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন? __বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি। ০৩) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’কবিতাটির রচয়িতা কে? __নির্মেলেন্দু গুণ ০৪) আধ্যাত্মিকা”গ্রন্থের লেখক কে? __প্যারিচাঁদ মিত্র ০৫) চোখের বালি(১৯০৩)” উপন্যাসটির লেখক কে? __রবীন্দ্রনাথ ঠাকুর। ০৬) তুমি আসবে বলে হে স্বাধীনতা”কার কবিতা? __শামসুর রাহমানের
…
০৭) শূন্যপুরাণ”রচনা করেন কে? __রামাই পণ্ডিত ০৮) সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী? __আকাল ০৯) রবীন্দ্রনাথ ঠাকুরের “ছিন্নপত্রের” অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা? __ইন্দিরা দেবীকে। ১০) রবীন্দ্রনাথ ঠাকুরের “ভানুসিংহ”ঠাকুরের পদাবলীর ভাষা কী? __ব্রজবুলি ১১) সর্বপ্রথম বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে? __ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১২) বর্ণপরিচয়”এর রচয়িতা কে? __ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর। ১৩) অশোক সৈয়দ”কার ছন্মনাম? __আব্দুল মান্নান সৈয়দ এর। ১৪) গাড়ি চলে না,চলে না, চলে না রে”গানটির গীতিকার কে? __শাহ্ আব্দুল করিমের। ১৫) মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”গানটির রচয়িতা কে? __গোবিন্দ হালদার ১৬) সনেট এর কয়টি অংশ? __২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি) ১৭) বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা “কল্লোল”কত সালে প্রকাশিত হয়? __১৯২৩ সালে।





…………………………





১৮) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? __অক্ষয়কুমার দত্ত ১৯) পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? __সঞ্জয় ভট্টাচার্য # ____ব্যাকরণ ২০) ব্যাকরণ ভাষাকে কী করে? ___বিশ্লেষণ করে। ২১) স্ত্রী<ইস্ত্রী হয়েছে কোন প্রকিয়ায়? __আদি স্বরাগম ২২) অনাদর শব্দটির ব্যাসবাক্য কী? __ন আদর ২৩) মা ছিল না বলে কেই তার চুল বেঁধে দেয় নি”এটি কি ধরনের বাক্য? __সরল বাক্য ২৪)’ড়, ঢ়’ কী জাতীয় ধ্বনি? __তাড়নজাত ২৫) ণ-ত্ব,ষ-ত্ব বিধান কোন শব্দে হয়? __তৎসম বা সংস্কৃত শব্দে। ২৬)বাংলা ব্যাকরণের কোন অংশে “সন্ধি” আলোচনা করা হয়? __ধ্বনিতত্ত্বে ২৭)পিত্রালয়” এর সন্ধি বিচ্ছেদ কী? __পিতৃ+আলয় ২৮)পরস্পর”কোন ধরনের সন্ধি? __নিপাতনে সিদ্ধ ২৯)সম্+চয়”এটা কোন ধরনের সন্ধি? __ব্যঞ্জন সন্ধি ৩০)পরীক্ষা”এর সন্ধি বিচ্ছেদ কী? __পরি+ঈক্ষা ৩১)কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয় না? __সাৎ ৩২)সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? __সংস্কৃত ভাষা থেকে।
…
৩৩)আলোছায়া” পদটি কোন সমাস? __দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া) ৩৪)প্রভাতে উঠিল রবি লোহিত বরণ” এখানে ‘প্রভাতে’ কোন কারকে? __অধিকরণে ৭মী ৩৫)”ষোলকলা’শব্দের অর্থ কী? __সম্পূর্ণ ৩৬)”ফুটিফাটা” বাগধারার অর্থ কী? __চৌচির ৩৭)যা দমন করা যায় না” এক কথায় কী? __অদম্য ৩৮)যে রোগ নির্ণয় করতে হাতরে মরে?এক কথায় কী? __হাতুড়ে ৩৯)বিশেষ খ্যাতি আছে যার”এক কথায়? __বিখ্যাত। ৪০)প্রাচ্য এর বিপরীত কী? __প্রতীচ্য ৪১)নির্মল শব্দের বিপরীত কী? __পঙ্কিল ৪২)”Pragmatic”এরসঠিক অর্থ কী? __বাস্তবধর্মী





…………………………





৪৩)Justification for”এর সঠিক অনুবাদ __সমর্থন। # বাংলাদেশ_বিষয়াবলি_ও_ইংরেজি ৪৪)খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? __পুঞ্জি ৪৫)বর্ণালি ও শুভ্রা” কিসের জাত? __উন্নত জাতের ভুট্টা ৪৬)বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে? __১১ডিসেম্বর ২০১৭ সালে। ৪৭)মুজিবনগর কোথায় অবস্থিত? __মেহেরপুর জেলায়। ৪৮) ৬দফা দাবী কোথায় উত্থাপিত হয়? __লাহোরে। ৪৯)ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম কী? __লর্ড মাউন্টব্যাটেন। ৫০)মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল? __৮নং সেক্টরে। ৫১)বাংলাদেশ জাতি সংঘের কততম সদস্য? __১৩৬তম ৫২)বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়? __১৯৭৩ সালে।
…
৫৩)মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? __পাটলিপুত্রে ৫৪)বাংলার প্রথম স্বাধীন রাজা কে? __রাজা শশাঙ্ক ৫৫)প্রথম মুসলিম বিজেতা কে? __মুহম্মদ বিন কাশিম ৫৬)শাহ্ ই বাঙ্গালা”কার উপাধি? __শামসুদ্দিন ইলিয়াস শাহ ৫৭)কবে ইউনেস্কো ২১শে ফব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? __১৭ নভেম্বর ১৯৯৯ সালে। ৫৮)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? __অধ্যাপক এম.ইউসুফ আলী ৫৯)স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়? __৪এপ্রিল ১৯৭২ সালে। ৬০)রাজবংশী নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে? __রংপুর ও শেরপুরে। ৬১)বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি? __৭টি ৬২)বর্তমানে মোট উপজেলা কতটি? __৪৯২টি ৬৩)”Product of the year-2018 কোন পণ্যটি? __ওষুধ ★৬৪)বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় কোথায়? __দর্শনা-জগতি(কুষ্টিয়া) ৬৫)সংবিধান দিবস কত তারিখে? __৪ নভেম্বরে। ৬৬)সংবিধানের কোন অনুচ্ছেদে “চলা ফেরার স্বাধীনতার “কথা বলা আছে? __৩৬ নং অনুচ্ছেদে।





…………………………





# ____English____ ৬৭) A person devoid of knowledge” __Ignorant ৬৮) The book “Ivanhoe”is written by? __Sir Walter Scott ৬৯)The poem”Solitary Reaper”is written by?__William Wordsworth ৭০)The man lapsed___past memories” ___into ৭১)Divide the money__the two boys” __between ৭২)Kamal is good__cricket. __at ৭৩)I shall do it__pleasure. __with ৭৪)I am fatigued__wide traveling. __by ৭৫)He is used to__hard. __working ৭৬)The committee__divided in their opinion. __were
৭৭)Nine thousand taka__a good amount of money.__is ৭৮)The word “substantiate”is a __verb ৭৯)The word “decision”is a __noun ৮০)The word “wonderful”is a/an __adjective # English translation of the Bengali sentence. ৮১)অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়… __Death is preferable to dishonour. ৮২)শিশুটি হাসতে হিসতে মায়ের নিকট এলো। __The baby came to its mother laughing. →The passive from of___ ৮৩) Do you know the man?’is __Is the manknown to you. ৮৪) “Let me do the work” is __Let the work be done by me. →The indirect narration of the sentence. ৮৫) He said, Good morning sir” is __He respectfully wished good morning to the person spoken to.
৮৬)Akbar said, What a fine picture it is! __Akbar exclaimed that it was a very fine picture. Completed by__Ramjan Idioms and Phrases_________________________________ ৮৭)→Block head___Foolish ৮৮)→By and large___Mostly ৮৯)→Fits and starts___irregularly ৯০)→White colour job___A job without manual labour. Correct Spelling _________________________________ ৯১)→Millennium ৯২)→Caterpillar ৯৩)→Dysentery ৯৪)→Misspell ৯৫)→Bureaucrat ৯৬)→Tuition ৯৭)→Humorous ৯৮)→Corruption Antonyms _________________________________ ৯৯)→Adulterate__Pure ১০০)→Altruism__Meanness