Tue. Dec 5th, 2023

    …………………………

    উরি ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মার্কেটিং শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম- উরি ব্যাংক

    পদের নাম- অফিসার, ডিজিটাল মার্কেটিং

    পদের সংখ্যা- নির্ধারিত না

    কাজের ধরন- পূর্ণকালীন

    কর্মস্থল- ঢাকা

    …………………………

    আবেদন যোগ্যতা

    ১। মার্কেটিং বা সমমান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস।

    ২। সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    ৩। সোশ্যাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন ও অনলাইন ব্র্যান্ড মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে।

    ৪। এইচটিএমএল/সিএসএস, জাভাস্ক্রিপ্ট, অ্যাডোবি ইফেক্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাডোবি সুইট, প্রিমিয়ার প্রো, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ও ভিডিও এডিটিং বিষয়ে দক্ষতা থাকতে হবে।

    ৫। কাস্টমারের সঙ্গে যোগাযোগ রক্ষায় পটু হতে হবে।

    ৬। প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে।

    আবেদন যেভাবে

    আগ্রহীদের আবেদনপত্র মানবসম্পদ প্রধান, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার,৬৫ গুলশান, এভিনিউ,গুলশান, ঢাকা-১২১২ বরাবর পাঠাতে হবে।

    …………………………

    বেতন ও সুযোগ সুবিধা

    ১। বেতন আলোচনা সাপেক্ষে।

    ২। কোম্পানির নীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

    আবেদন করার শেষ তারিখ

    ১৮ অক্টোবর, ২০২১