




…………………………





দেশের অন্যতম প্রধান এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কয়েকটি বিজনেস ডিভিশনের সেলস বিভাগের জন্য সেলস এক্সিকিউটিভ ও সিনিয়র সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
……
প্রতিষ্ঠানের নাম- ইয়ন গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ
পদের নাম- সেলস এক্সিকিউটিভ/সিনিয়র সেলস এক্সিকিউটিভ
বিজনেস ডিভিশনঃ এনিমেল হেলথ/একুয়াকালচার/ ফিড ডিভিশন/ফিড ডিভিশন
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে (শুধুমাত্র এনিমেল হেলথ ও একোয়াকালচার ডিভিশনের জন্য চট্টগ্রাম, সিলেট ও ময়মসিংহ বিভাগ প্রযোজ্য)





…………………………





আবেদন যোগ্যতা
১। কমপক্ষে স্নাতক পাস।
২। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ( শুধুমাত্র এনিমেল হেলথ ও একোয়াকালচার ডিভিশনের জন্য ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
৩। বয়সসীমা ৩২ বছর।
৪। শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আগ্রহীরা মেইলে sales@eongroup.com.bd এ আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ





…………………………





৩০ অক্টোবর, ২০২১
বেতন ও সুযোগ সুবিধা
১। বেতন আলোচনা সাপেক্ষে
২। পারফমেন্স বোনাস, জীবন বীমা, স্বাস্থ্য বীমা, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ছাড়াও কম্পানির অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।
বিস্তারিত জানতে লিংকে https://eongroup.net.bd/? ক্লিক করেন।