Tue. Dec 5th, 2023

    …………………………

    যমুনা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম- যমুনা গ্রুপ

    পদের সংখ্যা- নির্ধারিত নয়

    কাজের ধরণ- পূর্ণকালীন

    কর্মস্থল- দেশের যেকোনো স্থান

    পদের নাম- প্রটোকল অফিসার

    …………………………

    আবেদন যোগ্যতা

    ১। যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে স্নাতক পাস।

    ২। সুদর্শন, বুদ্ধি-সম্পূর্ণ, চটপটে, দক্ষ, সাহসী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

    পদের নাম- ব্যক্তিগত নিরাপত্তারক্ষী

    আবেদন যোগ্যতা-

    ১। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল বা ল্যান্স কর্পোরাল হতে হবে।

    ২। সুদর্শন, বুদ্ধি-সম্পূর্ণ, চটপটে, দক্ষ, সাহসী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

    আবেদন প্রক্রিয়া

    আগ্রহী প্রার্থীকে জীবন বৃত্তান্ত ও ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ সহ মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন), যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯ ঠিকানায় পাঠাতে হবে। অথবা ইমেইল করতে হবে hr@jamunagroup-bd.com এই ঠিকানায়।

    …………………………

    আবেদনের শেষ তারিখ

    ১৭ অক্টোবর ২০২১ইং

    বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

    ১। বেতন আলোচনা সাপেক্ষে।

    ২। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।