




…………………………





ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এটিআর ৭২-৬০০, ড্যাশ-৮ ও কিউ-৪০০ বিমানের জন্য ফার্স্ট অফিসার ( সেকেন্ড পাইলট ) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
…….
প্রতিষ্ঠানের নাম- ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম- ফার্স্ট অফিসার ( সেকেন্ড পাইলট )
পদের সংখ্যা- ৪০
কাজের ধরন- পূর্ণকালীন





…………………………





আবেদন যোগ্যতা
১। কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।
২। বাংলাদেশ থেকে আইআর সহ বৈধ সিপিএল থাকতে হবে।
৩। ক্যাবের নিয়ম অনুসারে মেডিকেল টেস্টে ক্লাস-১ থাকতে হবে।
৪। ইএলপি লেভেল-৪ থাকতে হবে।
৫। উচ্চতা কমপক্ষে ৫-৪ ইঞ্চি থাকতে হবে।
৬। উচ্চতা অনুসারে ওজন সঠিক থাকতে হবে।
৭। চোখ ৬/৬ থাকতে হবে।
৮। সাঁতার জানতে হবে।
৯। কোন দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।
১০। প্রার্থীর বয়স ৩০ বছরের কম হলে ১৫০ ঘণ্টা সিপিএল হোল্ডারে ও ৩০ বছরের বেশি হলে বছরে কমপক্ষে ৫০ ঘণ্টা উড়ার অভিজ্ঞতা থাকতে হবে।
১১। সিভিল অ্যাভিয়েশন রেগুলেশনস অ্যান্ড সেফটি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
১২। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।





…………………………





বাছাই যেভাবে
১। আইকিউ টেস্ট
২। রিটেন টেস্ট
৩। মৌখিক পরীক্ষা
৪। মেডিকেল টেস্ট
৫। সাইকোমেট্রিক টেস্ট
বেতন ও সুযোগ সুবিধা
কোম্পানির নীতিমালা অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহীদের সিভি জমা দিতে হবে এআরডি, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ৭ম তলা, হাউজ: ১, রোড:১, সেক্টর : ১ উত্তরা, ঢাকা-১২৩০ -এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
৩১ অক্টোবর, ২০২১