Sat. Sep 23rd, 2023

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপকর কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। ডিএসসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকর কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ৩০ অক্টোবর শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর সূত্রাপুরের ঢাকা মহানগর মহিলা কলেজে এ পরীক্ষা নেওয়া হবে।

    পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ ওয়েবসাইট (http://dscc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে ১২১–এ কল করে সাহায্য নেওয়া যাবে।

    প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না।