Fri. Sep 29th, 2023

    …………………………

    বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
    ……
    প্রতিষ্ঠানের নাম- ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড

    পদের নাম- গাড়ি চালক

    পদের সংখ্যা-৭টি

    কাজের ধরন- চুক্তিভিত্তিক

    কর্মস্থল- ঢাকা

    …………………………

    আবেদন যোগ্যতা

    ১। কমপক্ষে এসএসসি পাস।

    ২। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    ৩। বৈধ লাইসেন্স থাকতে হবে।

    ৪। বয়সসীমা ৩০ বছর। তবে কোটায় আবেদন করলে ৩২ বছর।

    আবেদন যেভাবে

    আগ্রহীদের http://www.egcb.gov.bd/ এই ঠিকানা থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ সাপেক্ষে পাঠাতে হবে মহাব্যবস্থাপক, করপোরেট অফিস, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেড, ইউনিক হাইটস ( লেভেল-১৫ ও ১৬), ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭ বরাবর।

    …………………………

    বেতন ও সুযোগ সুবিধা

    ১। মূল বেতন ১৫৫০০ টাকা

    ২। এছাড়া বাড়ি ভাড়াসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

    আবেদনের শেষ তারিখ

    ১৪ নভেম্বর, ২০২১