Wed. Sep 20th, 2023

    কবির গ্রুপের (কেএসআরএম) অধীন এসআর শিপিং সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ডায়নামিক ও অভিজ্ঞ লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম- কেএসআরএম

    পদের নাম- সিনিয়র অপারেশন ম্যানেজার

    পদের সংখ্যা- রির্ধারিত না

    কাজের ধরন- পূর্ণকালীন

    কর্মস্থল- চট্টগ্রাম

    আবেদন যোগ্যতা

    ১। মেরিন বিষয়ে মাস্টার্স পাস।

    ২। সংশ্লিষ্ট বিষয়ে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    ৩। বয়সসীমা ৪৫-৫৫ বছর।

    আবেদন যেভাবে

    আগ্রহীদের সিভি পাঠাতে হবে হেড অব হিউম্যান রিসোর্সেস, কেএসআরএম, কবির মঞ্জিল, এসকে মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম

    আবেদনের শেষ তারিখ

    ২০ নভেম্বর ২০২১