Mon. May 29th, 2023

    আকিজ গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম- আকিজ গ্রুপ

    পদের নাম- ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

    পদের সংখ্যা- নির্ধারিত না

    কাজের ধরন- পূর্ণকালীন

    কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে

    আবেদন যোগ্যতা

    ১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস।

    ২। এসএসএসি বা এইচএসসিতে জিপিএ-৫ থাকতে হবে।

    ৩। বয়সসীমা ৩০ বছর।

    ৪। উচ্চতা- ৫ ফিট ৬ ইঞ্চি

    ৫। ওজন ৬৫ কেজি

    আবেদন যেভাবে

    আগ্রহীরা https://akijbiri.com/career/ এই ঠিকানা থেকে আবেদন করতে পারবেন।

    বেতন ও সুযোগ সুবিধা

    ১। প্রবেশনকালিন ৩৫০০০ টাকা।

    ২। প্রবেশন শেষে মাসিক বেতন ৫০,০০০ টাকা।

    ৩। ট্রান্সপোর্টের সুযোগ, টিএ/ডিএ প্রদান করা হবে।

    আবেদনের শেষ তারিখ

    ১৫ নভেম্বর, ২০২১