Sat. Sep 23rd, 2023

    বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং ও করপোরেট প্লানিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম – বাংলাদেশ রেলওয়ে

    পদের নাম- পয়েন্টম্যান

    পদের সংখ্যা- ৭৬২টি

    কাজের ধরন- পূর্ণকালীন

    কর্মস্থল- ঢাকা

    আবেদন যোগ্যতা

    ১। কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।

    ২। সুঠাম দেহের অধিকারী হতে হবে।

    ৩। বয়সসীমা ১৮-৩০ বছর।

    আবেদন যেভাবে

    আগ্রহীদের অনলাইনে আবেদন করতে http://br.teletalk.com.bd/ এই ঠিকানায়।

    আবেদনের সময়

    আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ নভেম্বর থেকে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

    বেতন ও সুযোগ সুবিধা

    ১। বেতন স্কেল ৮৮০০ – ২১৩১০ টাকা

    ২। সরকারের বেতন অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।