Wed. Sep 20th, 2023

    ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট বিভাগে জরুরি লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম- ইউএস-বাংলা এয়ারলাইন্স

    পদের নাম- জিএসই অপারেটর

    পদের সংখ্যা- নির্ধারিত না

    আবেদন যোগ্যতা

    ১। প্রার্থীদের পেশাদার (মাঝারি/ভারী) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

    ২। কমপক্ষে ৪ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

    ৩। ন্যূনতম অষ্টম শ্রেণি তবে এস এস সি পাস প্রার্থীদের অগ্রাধিকার।

    ৪। বয়স সর্বোচ্চ ৪০ বছর। যোগ্য প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।

    ৫। জি এস ই অপারেটর হিসেবে যেকোনো এয়ারলাইন্সে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

    ৬। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট থাকতে হবে।

    ৭। প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান/কমিশনারের প্রত্যয়নপত্র থাকতে হবে।

    কর্মস্থল

    ১। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা

    ২। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম

    ৩। কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার

    ৪। শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী

    বেতন ও অন্যান্য সুবিধা

    ১। বেতন- শিক্ষানবিসকালে ২১,০০০ টাকা। শিক্ষানবিসকাল শেষে ২২,০০০ টাকা।

    ২। ঢাকা বিমানবন্দরে কর্মরতদের ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।

    ৩। ঢাকার বাইরের বিমানবন্দরে কর্মস্থল হলে মাসিক ১৫০০ টাকা খাবারের ভাতা প্রদান করা হবে।

    ৪। উৎসব ভাতা ও অন্যান্য: কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।

    আবেদন যেভাবে

    আগ্রহীদেরকে জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র/পাসপোর্টের কপি সহ এইচ আর ডিপার্টমেন্ট, ইউএস- বাংলা এয়ারলাইন্স লিমিটেড, সপ্তম তলা, বাসা: ০১, রোড: ০১, সেক্টর: ০১, ঢাকা-১২৩০ এই ঠিকানায় পাঠাতে করতে হবে।

    আবেদনের শেষ তারিখ

    ১৬, নভেম্বর ২০২১