Sun. May 28th, 2023

    ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার সার্ভিস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম- ইউএস-বাংলা এয়ারলাইন্স

    পদের নাম- কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ( এয়ারক্রাফট লোডার )

    পদের সংখ্যা- নির্ধারিত না

    কাজের ধরন- পূর্ণকালীন

    কর্মস্থল- চট্টগ্রাম ও ঢাকা

    আবেদন যোগ্যতা

    ১। কমপক্ষে এসএসসি পাস।

    ২। বয়সসীমা ৩০ বছর।

    ৩। উচ্চতা কমপক্ষে ৫.২ ইঞ্চি

    ৪। বিএমআইঃ হাইট ওয়েট চার্ট অনুযায়ী

    ৫। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী

    ৬। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে

    আবেদন যেভাবে

    আগ্রহীরা অনলাইনে আবেদন করতে করতে ক্লিক করুন এখানে।

    বেতন ও সুযোগ সুবিধা

    ১। শিক্ষানবিশকালে ১৩০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ১৪০০০ টাকা।

    ২। ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে

    ৩। উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে

    আবেদনের শেষ তারিখ

    ২৫ নভেম্বর, ২০২১