Sat. Jun 10th, 2023

    বাংলাদেশ বিমানবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অফিসার ক্যাডেট হিসেবে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    পদের নাম- অফিসার ক্যাডেট

    পদের সংখ্যা- নির্ধারিত না

    কাজের ধরন- পূর্ণকালীন

    আবেদন যোগ্যতা

    ১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস।

    ২। বাংলাদেশি নাগরিক হতে হবে।

    ৩। অবিবাহিত / বিবাহিতরা আবেদন করতে পারবেন।

    ৪। বয়সসীমা ২০-৩০ বছর।

    ৫। উচ্চতা- পুরুষ : কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ : কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ : ২ ইঞ্চি।

    নারী : কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ : কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ : ২ ইঞ্চি।

    ৬। ওজন : বয়স ও উচ্চতানুযায়ী।

    ৭। চোখ : ৬/৬ অথবা বিধি অনুসারে।

    বেতন ও সুযোগ

    ১। প্রশিক্ষণকালে অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০০০০ টাকা

    ২। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রদান করা হবে।

    আবেদন যেভাবে

    আবেদন করা যাবে অনলাইনে https://joinairforce.baf.mil.bd/ এই ঠিকানায়।

    আবেদনের শেষ তারিখ

    ২৮ নভেম্বর, ২০২১ পর্যন্ত