Tue. Dec 5th, 2023

    বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন

    পদের সংখ্যা- ১০৫টি

    কাজের ধরন- পূর্ণকালীন

    কর্মস্থল- ঢাকা

    পদের নাম- সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

    পদের সংখ্যা- ৩৪

    বেতন-১২৫০০-৩০২৩০ টাকা

    পদের নাম- সহকারী নিরীক্ষণ কর্মকর্তা

    পদের সংখ্যা- ৫টি

    বেতন-১২৫০০-৩০২৩০ টাকা

    পদের নাম- উচ্চতর গুদামরক্ষক

    পদের সংখ্যা-২টি

    বেতন-১২৫০০-৩০২৩০ টাকা

    পদের নাম- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

    পদের সংখ্যা-৬৪

    বেতন-১১০০০-২৬৫৯০ টাকা

    আবেদন যেভাবে

    আগ্রহীদের http://badc.teletalk.com.bd/ এই ঠিকানা থেকে আবেদন করতে হবে।

    আবেদনের শেষ তারিখ

    ২০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।