Mon. Jun 5th, 2023

    ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ড্যাশ-৮ ও কিউ৪০০ উড়োজাহাজের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম- ইউএস-বাংলা এয়ারলাইন্স

    পদের নাম- ক্যাপ্টেন

    পদের সংখ্যা- নির্ধারিত না

    কাজের ধরন- পূর্ণকালীন

    আবেদন যোগ্যতা

    ১। সবমিলিয়ে কমপক্ষে ৪ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে।

    ২। পিআইসিতে কমপক্ষে ১ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে।

    ৩। ডিএইচসি-কিউ৪০০ এ ৫০০ ঘণ্টার পাইলট প্রফিসিয়েন্সি চেক থাকতে হবে।

    ৪। আবেদনের পূর্বের ৯০ দিনের মধ্যে কমপক্ষে তিনটি টেক অফ ও ল্যান্ডিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

    ৫। আবেদনের ৬ মাসের মধ্যে ক্যাব থেকে স্কিল টেস্ট সম্পন্ন করতে হবে।

    ৬। ইংরেজিতে অ্যানেক্স-১ বা এসওএলআই সম্পন্ন থাকতে হবে।

    ৭। মেডিকেল টেস্টে ক্লাস ১ থাকতে হবে।

    ৮। বয়স ৫৫ বছরের বেশি হওয়া যাবে না।

    বেতন ও সুযোগ সুবিধা

    ১। আকর্ষণীয় বেতন ( আলোচনা সাপেক্ষে)

    ২। ট্যাক্স ফ্রি সেলারির সুবিধা

    ৩। বিনামূল্যে থাকার ব্যবস্থা।

    আবেদন যেভাবে

    আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে career@usbair.com এই ঠিকানায়।

    আবেদনের শেষ তারিখ

    ১০ ডিসেম্বর, ২০২১