Fri. Jun 9th, 2023

    …………………………

    নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বেশকয়েকটি পদে জুনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
    ……
    প্রতিষ্ঠানের নাম- নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড
    পদের সংখ্যা- ৯৮টি
    কাজের ধরন- পূর্ণকালীন

    …………………………

    পদের নাম- এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেক্ট্রনিক্স)
    পদের সংখ্যা- ৪
    আবেদন যোগ্যতা- এমএস/বিএসসি ( ৪ বছর) পাস।
    বেতন- ট্রেইনি অবস্থায় ৩৫৬০০ ও উৎসব ভাতা।

    পদের নাম- এক্সিকিউটিভ ট্রেইনি ( নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং )
    পদের সংখ্যা-৩
    আবেদন যোগ্যতা- নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি/বিএসসি ( ৪ বছর) পাস।
    বেতন- ট্রেইনি অবস্থায় ৩৫৬০০ ও উৎসব ভাতা।

    পদের নাম- এক্সিকিউটিভ ট্রেইনি (ফিজিক্স)
    পদের সংখ্যা-৩
    আবেদন যোগ্যতা- ফিজিক্স নিয়ে এমএসসি/বিএসসি পাস।
    বেতন- ট্রেইনি অবস্থায় ৩৫৬০০ ও উৎসব ভাতা।

    …………………………

    পদের নাম- এক্সিকিউটিভ ট্রেইনি (আইটি অ্যান্ড কমিউনিকেশন)
    পদের সংখ্যা-১৬
    আবেদন যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি/বিএসসি পাস।
    বেতন- ট্রেইনি অবস্থায় ৩৫৬০০ ও উৎসব ভাতা।

    পদের নাম- এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেক্ট্রিকাল)
    পদের সংখ্যা- ২০টি
    আবেদন যোগ্যতা- ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক্স বিষয়ে বিএসসি পাস।
    বেতন- ট্রেইনি অবস্থায় ৩৫৬০০ ও উৎসব ভাতা।

    পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি ( ইলেক্ট্রিকাল )
    পদের সংখ্যা-২০টি
    আবেদন যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস।
    বেতন- ট্রেইনি অবস্থায় ২৭১০০ টাকা ও উৎসব ভাতা প্রদান করা হবে।

    পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি ( ইলেক্ট্রনিক্স)
    পদের সংখ্যা-২২টি
    আবেদন যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস।
    বেতন- ট্রেইনি অবস্থায় ২৭১০০ টাকা ও উৎসব ভাতা প্রদান করা হবে।

    …………………………

    পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি
    পদের সংখ্যা-৫টি
    আবেদন যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস।
    বেতন- ট্রেইনি অবস্থায় ২৭১০০ টাকা ও উৎসব ভাতা প্রদান করা হবে।

    আবেদন প্রক্রিয়া
    আবেদন করা যাবে অনলাইনে http://npcbl.teletalk.com.bd/npcbl/ এই ঠিকানায় থেকে।

    আবেদন ফি – ৫০০ টাকা

    আবেদনের শেষ তারিখ
    ২৩ ডিসেম্বর, ২০২১