Tue. Dec 5th, 2023

    ইউপিভিসি পাইপ, ফিটিংস, ডোর, ট্যাংক ও গৃহস্থালি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন।

    পদের নাম- সিকিউরিটি গার্ড ( পুরুষ )

    পদের সংখ্যা-২০টি

    কাজের ধরন- পূর্ণকালীন

    কর্মস্থল- গাজীপুর

    আবেদন যোগ্যতা

    ১। কমপক্ষে এসএসসি/ এইচএসসি পাস।

    ২। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি থাকতে হবে।

    ৩। প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে।

    ৪। বয়সসীমা ৩৫ বছর।

    আবেদন যেভাবে

    আগ্রহীরা সদ্য তোলা ৪ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ ও শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সহ সরাসরি উপস্থিত হতে হবে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কুইব রোড, কাঠালদিয়া, টঙ্গী, গাজীপুর- এই ঠিকানায়।

    বেতন ও সুযোগ সুবিধা

    ১। দৈনিক হাজিরা ৬০০ টাকা। ৩০ টাকা নাইট বিল, ৬৫০ টাকা অফ ডে বিল ও ফ্রি নাস্তা।

    ২। ব্যাচেলরদের জন্য ফ্রি থাকার ব্যবস্থা।

    ৩। বার্ষিক ইনক্রিমেন্ট, ঈদ বোনাস ও প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়েটি প্রদান করা হবে।

    সাক্ষাৎকারের সময়

    ৩ ও ৪ ডিসেম্বর, ২০২১