Sat. Jun 10th, 2023

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ম্যানেজার (প্রেস) পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ১০ম গ্রেডভুক্ত ম্যানেজার (প্রেস) পদের লিখিত পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

    অনলাইনে আবেদনকারী ৫৮ জন প্রার্থীর ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কার্যালয়ে নেওয়া হবে। কার্যালয়ের ঠিকানা: ৭১, মিলনায়তন, আগারগাঁও, ঢাকা।

    পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

    এ পদের পরীক্ষাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd পাওয়া যাবে।