Sat. Dec 9th, 2023

    আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে তিনটি ভিন্ন পদে মোট ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে।

    পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব), পারচেজ অফিসার (লীফ), পারচেজ অফিসার।

    পদসংখ্যা: মোট ৬১ জন।

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

    স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিসাববিজ্ঞান/ কৃষি/ বাণিজ্যে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রাথীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    বেতন

    * সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদে ৩৫ হাজার টাকা,

    * পারচেজ অফিসার (লীফ) পদে ২৩ হাজার-২৫ হাজার টাকা,

    * পারচেজ অফিসার পদে ২০ হাজার টাকা।

    আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর, ২০২১ ইং।

    আবেদন: প্রার্থীদের অনলাইনের (www.akijbiri.com/career) মাধ্যমে আবেদন করতে হবে।