Wed. Dec 6th, 2023

    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। প্রতিষ্ঠানটিতে লাইভষ্টক সার্ভিস মার্কেট ডেভেলপমেন্টে ‘সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

    পদের নাম

    সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর।

    পদসংখ্যা

    মোট পাঁচ জন।

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

    স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্সে/সামাজবিজ্ঞান/বিবিএ/এমবিএ অথবা কৃষিতে ডিপ্লোমাসহ যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানায় পারদর্শী এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ২৫ থেকে অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

    কর্মস্থল

    পাবনা (বেড়া, সাঁথিয়া), সিরাজগঞ্জ (উল্লাপাড়া, কামারকান্দা, বেলকুচি, সিরাজগঞ্জ সদর)।

    বেতন

    ২৫,০০০/-টাকা।

    আবেদনের প্রক্রিয়া

    আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র ই-মেইল করতে হবে (ndphrd.bd@gmail.com, ndpcemb.sabbir@gmail.com) এই ঠিকানায়।

    আবেদনের শেষ তারিখ

    ১৩ ডিসেম্বর, ২০২১।

    সূত্র : বিডিজবস