Tue. Dec 5th, 2023

  …………………………

  করোনাকালে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৮৪ দশমিক ৬ শতাংশ মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে তাদের এই সমস্যায় পড়ার প্রধান কারণ হিসেবে দেখা গেছে, পরিবারের সদস্যদের প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হওয়া।
  ……
  পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন, যা জরিপে অংশ নেওয়া মোট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ৮৬ দশমিক ৮৪ শতাংশ।

  …………………………

  শনিবার সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ‘বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর কভিড-১৯ প্যানডেমিকের প্রভাব’ শীর্ষক জরিপে এ চিত্র উঠে আসে।

  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. ইমরান মাহমুদ, সহকারী অধ্যাপক আফসানা বেগম ও সাইকোলজিস্ট দীপন সরকার।