




…………………………





বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সহকারী শিক্ষকের বি’রুদ্ধে একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার সঙ্গে অ’শালীন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তদন্তে অভিযোগের সত্যতাও মিলেছে।
…..
এমন ঘটনা ঘটেছে উপজেলার রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম কামরুজ্জামান। ভুক্তভোগী প্রধান শিক্ষিকার নাম হালিমা খাতুন। কামরুজ্জামানের বিরুদ্ধে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন হালিমা।





…………………………





জানা গেছে, শনিবার নৈমিত্তিক ছুটিতে ছিলেন রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার। তার অনুপস্থিতির কারণে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানকে চতুর্থ শ্রেণির গণিত ক্লাস নেয়ার জন্য বলেন প্রধান শিক্ষিকা হালিমা। ওই সময় হালিমার সঙ্গে সহকারী শিক্ষক কামরুজ্জামানের কথা কাটাকাটি হয়। কামরুজ্জামান অকথ্য ভাষায় হালিমাকে গালিগালাজ করাসহ তার সঙ্গে অশালীন আচরণ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, এর আগেও বিভিন্ন সময় প্রধান শিক্ষিকা হালিমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দেন কামরুজ্জামান। জানতে চাইলে অভিযুক্ত কামরুজ্জামান বলেন, বর্তমানে আমি ব্যস্ত রয়েছি। অভিযোগের বিষয়ে পরে কথা বলবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, অভিযোগের তদন্ত করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, সহকারী শিক্ষক কামরুজ্জামানের বি’রুদ্ধে উঠে আসা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বি’রুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





…………………………




