Tue. Sep 19th, 2023

  ঢাকা কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য হল খুলছে আগামী ২৪ অক্টোবর। শনিবার ( ১৬ অক্টোবর) ঢাকা কলেজর অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এবং ছাত্রাবাস কমিটির আহ্বায়ক ও উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা আগামী ২৪ অক্টোবর বিকেল ৪টা থেকে হলে উঠতে পারবে। তবে এক্ষেত্রে হলে উঠতে হলে মানতে হবে কলেজ প্রশাসন কর্তৃক আরোপকৃত বেশকিছু নির্দেশনা।

  মানতে হবে যেসব নির্দেশনা-

  ১. ছাত্রাবাসে উঠার পর অবস্থানকারী অনার্স-মাস্টার্স শ্রেণির ছাত্রদের তাদের স্ব-স্ব ছাত্রাবাস কর্তৃপক্ষের দেয়া ছাত্রাবাসের ফরম পূরণ করে স্ব স্ব বিভাগের যাচাইসহ ছাত্রাবাস তত্ত্বাবধায়কের কাছে আগামী ১০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

  ২. আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিভিন্ন ছাত্রাবাসের নিয়মিত আবাসিক ছাত্রদের ছাত্রাবাসের ২০২১-২২ অর্থবছরের নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

  ৩. মাউশি অধিদফতরের কোভিড-১৯ ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় জারিকৃত সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

  ৪. কোন ছাত্রাবাসে কোভিড-১৯, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে সংশ্লিষ্ট রুম/ব্লক/ফ্লোর/ ছাত্রাবাস বন্ধ করে দেয়া হবে এবং সংশ্লিষ্ট আবাসিক ছাত্ররা তাৎক্ষণিক ছাত্রাবাস ছেড়ে দিতে বাধ্য থাকবে।

  তবে করোনা পরিস্থিতি খারাপ হলে অথবা করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত হলে আবারো ছাত্ররা হল ত্যাগ করতে বাধ্য থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।