Fri. Dec 8th, 2023

    …………………………

    ২০২২ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি হংকংয়ের কউলুনে অবস্থিত। বাংলাদেশসহ সারা বিশ্বের পড়ুয়ারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশি শিক্ষার্থীরা স্নাতক ও ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
    সুযোগ-সুবিধা
    ……..
    – বৃত্তির মূল্য ১,৮০,০০০ হংকং ডলার, যা ক্যাম্পাসে বাসস্থান, বার্ষিক টিউশন ফি এবং জীবনযাত্রার খরচের জন্য প্রযোজ্য হবে।

    – সম্পূর্ণ টিউশন ফি বৃত্তি বার্ষিক টিউশন ফি খরচ কভার।

    – একইভাবে নিম্নবর্ণিত পরিচয় থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৩০,০০০ হংকং ডলার অনুদান দেওয়া হবে।

    – বৃত্তি পুরস্কার বার্ষিক টিউশন ফি অর্ধেক অথবা সম্পূর্ণ কভার করবে।

    …………………………

    আবেদনের যোগ্যতা

    সিটি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য আবেদনে শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এগুলো হলো-

    – আবেদনকারীদের অবশ্যই হাই স্কুল থেকে একটি সার্টিফিকেট থাকতে হবে।

    – আবেদনকারীদের অবশ্যই অসামান্য একাডেমিক রেকর্ড এবং নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করতে হবে।

    – তাদের অবশ্যই হংকংয়ের সিটি ইউনিভার্সিটিতে স্নাতক কোর্সের জন্য ভর্তি হতে হবে।

    https://www.cityu.edu.hk/sds/web/ studentlife_scholarships_esfns.shtml

    একনজরে হংকং সিটি ইউনিভার্সিটি

    হংকং সিটি ইউনিভার্সিটি হংকংয়ের কাউলুনে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি হংকং এর সরকারি অনুদানপ্রাপ্ত আটটি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ।

    …………………………

    ১৯৮৪ সালে হংকংয়ের সিটি পলিটেকনিক ইন্সটিটিউট হিসেবে যাত্রা শুরু হয় এর। তবে হংকং এর পাশের এলাকা চীনের শেনজেন সেসময় দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করছিল এবং একটি বিরাট প্রযুক্তি বিপ্লবের দারপ্রান্তে ছিল। ১৯৯০ সালে চীন সরকার হংকং প্রশাসন কে অনুরোধ করে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করার জন্য। তবে সেসময় হংকং সরকার পর্যাপ্ত জমি অধিগ্রহন করতে বার্থ হয়। এর কয়েক বছর পরে ১৯৯৪ সালে এটিকে পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় ।

    ক্যারি লাম বর্তমানে হংকং সিটি ইউনিভার্সিটির চ্যাঞ্চেলর।

    ১২,৮৭৮ জন শিক্ষার্থী ও ৮৪৫ জন শিক্ষক রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে ।

    হংকংয়ের সিটি ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসটি প্রায় ১৫.৬ হেক্টর জমি নিয়ে বিস্তৃত। কাউলুনে এর নিজস্ব ট্রেন স্টেশন রয়েছে যা হংকংয়ের পূর্ব ট্রেন ট্রান্সজিট রেলওয়ে (এমটিআর) সিস্টেমের সঙ্গে যুক্ত। ক্যাম্পাসের অন্যতম একটি দৃষ্টিনন্দন নিদর্শন হচ্ছে “দ্য রান রান শ ” ক্রিয়েটিভ মিডিয়া সেন্টার যা একই সঙ্গে ২৫ হাজার দর্শক ধারন করতে পারে। উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে স্কুল অব ক্রিয়েটিভ মিডিয়া, সেন্টার ফর অ্যাপ্লাইড কম্পিউটিং অ্যান্ড ইন্টারেক্টিভ মিডিয়া এবং কম্পিউটার সায়েন্স, পাবলিক মিডিয়া এবং যোগাযোগ সেন্টার এবং ইংরেজি সাহিত্য বিভাগ ইত্যাদি। এখানে ছাত্র বা শিক্ষক কারো কোন আবাসিক সুবিধা নেই ।

    চিং উয়া ফাং, কাম নাইং ওয়াউং , লিনিং সি সহ চীন ও হংকং এর অনেক সফল মানুষের পদচারনা ছিল এই ক্যাম্পাসে।