রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়।
সমাবেশে শাখা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক এম মাইনুল হোসেন রাজন বলেন, সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দেশনেত্রী শেখ হাসিনার পাশে থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
শোভাযাত্রা ও সমাবেশে অন্যদের মধ্যে শাখা ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান সোহেল, আকলিমা আক্তার এশা, মাহবুবুল হক রাফা, নিলাদ্রী শেখর মজুমদার, রতন বিশ্বাস, আব্দুর রহমান ইফতি, আহমেদ আরিফ, এনামুল হক, হাবিবুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।