জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গাংনী-হাটবোয়ালিয়া রাস্তার মালশাদহা ও গোপাল নগর গ্রামে রাস্তার পাশে ১০০ তালবীজ রোপণ করলো বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ। শুক্রবার সকালে এ তাল বীজ রোপণ করা হয়।
তাল বীজ রোপণ উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি ইয়াসিন রেজা, শহিদুল ইসলাম শাহ, ছাত্রলীগের কলাবাগান থানা শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক তানভীর, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক আজিজুল হক রানু, গাংনী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম অনুরাগী, সহ গাংনী উপজেলা শাখা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিভিন্ন স্তরে নেতারা।
তালবীজ রোপণ এর শুভ উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।