Mon. Dec 11th, 2023

    কাতারে যেসব পরিবার বিনাবেতনে সম্পূর্ণ ফ্রিতে সন্তানদের ভালোমানের লেখাপড়া করাতে চান তাদের জন্য সুখবর দিয়েছে কাতারের আল সালাম স্কুল। ফ্রিতে সপ্তম-৭ম শ্রেণি থেকে নবম-৯ম শ্রেনি পর্যন্ত লেখাপড়া করানো যাবে। ১১ বছর থেকে শুরু করে ১৮ বছর বয়স পর্যন্ত এই সুযোগটি উপভোগ করতে পারবে।

    আপনি যে দেশের বা যে ধর্মেরই হোন না কেন, আপনার সন্তান বিনাবেতনে লেখাপড়া করার সুযোগ পাবে। ছাত্রীদের ক্লাস হবে সকাল ৬টা হতে ১১টা পর্যন্ত ও ছাত্রদের ক্লাস ১১টা হতে বিকেল ৫ট পর্যন্ত। একজন আবেদনকারীর ভর্তির জন্য কী দরকার বা ভর্তির জন্য নথিগুলির তালিকাঃ ১। পাসপোর্ট ও আকামা এর ফটোকপি, ২। ব্যাংক স্টেটমেন্ট সেলারি স্টেটমেন্ট বার্থ সার্টিফিকেট।

    আগামী মাসের ১৫ তারিখের মধ্যে (নভেম্বর ১৫) আবেদন করতে হবে। অফিস চলাকালীন সময়ে ৪৪৭৩৯০১৬, ৩১৬৫৬৫৬৮, ৩১৬৫৬৫৬৭ নাস্বার গুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।