Sun. Jun 4th, 2023

    …………………………

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলেন মাসুদ সরকার। তবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু আগেই ঘটলো নানা বিপত্তি। অবশেষে মাসুদের আর পরীক্ষা দেওয়া হলো না।
    …….
    চবি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আবেদন করেছিলেন জুলকারনাইন শাহী। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। রোববার বিকেলে তার পরীক্ষা দেওয়ার বদলে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হওয়া গাইবান্ধারই বাসিন্দা মাসুদ সরকার।

    …………………………

    আরো জানা গেছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন ২টা ১৫ মিনিটে। মাসুদও কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হন। সঙ্গে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ছবিসহ যাবতীয় কাগজপত্র নিয়ে আসেন। তবে এসবই ছিল ভুয়া। পরীক্ষা শুরুর পর ছবির সঙ্গে মাসুদের চেহারার মিল পাননি কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকেরা। পরে তারা খবর দেন প্রক্টরিয়াল বডির সদস্যদের। তারা এসে মাসুদকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান।

    জিজ্ঞাসাবাদে জানতে পারেন, গত শুক্রবার বিসিএস পরীক্ষা দিয়েছেন মাসুদ। পড়েন কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণিতে। অন্যদিকে জুলকারনাইন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা।

    বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহম্মদ ইয়াকুব বলেন, মাসুদ গুচ্ছ ভর্তি পরীক্ষায়ও অংশ নিয়েছেন। যার হয়ে অংশ নেন, তিনি উত্তীর্ণ হয়েছেন। এ কথা মাসুদ স্বীকার করেছেন। জুলকারনাইনের সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয়। পরে টাকার বিনিময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন।

    …………………………

    মুহম্মদ ইয়াকুব আরো বলেন, মাসুদের সঙ্গে আরো আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক একজন শিক্ষার্থী। তিনিও অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেন। মাসুদকে আটকে রাখা হয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না, জেনে আইনি ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে রোববার দ্বিতীয় দিনের মতো ডি ইউনিটের দুই শিফটের পরীক্ষা হয়েছে। এতে আবেদন করেছিলেন ৫৪ হাজার ২৪৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ৬৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সোমবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।