Fri. Jun 2nd, 2023

    ঢাকা-চট্টগ্রামে যাতায়াতকারী সব শিক্ষার্থীদের জন্য খাওয়ার খরচে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) কুমিল্লা সার্কেলের হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান জানিয়েছেন এ তথ্য।

    সহকারী পুলিশ সুপার জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রামে যাতায়াতকারী সব শিক্ষার্থীরা খাওয়ার খরচে হোটেল নূরজাহানে ২০ শতাংশ ছাড় পাবেন। এ জন্য সেবাগ্রহীতাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে, আইডি কার্ড সঙ্গে রাখতে হবে, চাকরি প্রত্যাশী হলে অ্যাডমিট কার্ড থাকতে হবে এবং অবশ্যই তাকে বাসের যাত্রী হতে হবে।তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে পরবর্তীতে অন্যান্য হোটেলগুলোতেও এই ছাড়ের ব্যবস্থা করা হবে।

    খরচের কারণে অনেক শিক্ষার্থীই না খেয়ে চলাচল করেন। এছাড়াও চাকরিপ্রার্থীদের মাসে কয়েকবার পর্যন্ত যাওয়া-আসা করতে হয়। ফলে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর জীবনযাপনের উপর প্রভাব পড়ে। এ কারণে তাদের সুবিধার্থে এমন সেবা প্রদানের উদ্যোগ নেন কুমিল্লা হাইওয়ে পুলিশ।