Sun. Dec 3rd, 2023

    বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষ শহীদ স্মৃতি হল ছাড়া তাদের সব আবাসিক হল পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

    ফলে, প্রায় ১৯ মাস পর আগামী ১০ নভেম্বর থেকে বুয়েটের আবাসিক হলগুলো স্নাতক শিক্ষার্থীদের জন্য পুনরায় চালু হতে যাচ্ছে।

    বুয়েটের স্নাতক ক্লাস আগামী ১৩ নভেম্বর থেকে পুনরায় শুরু হবে।

    অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো গত বছর করোনা ভাইরাসের কারণে বুয়েটও বন্ধ রাখা হয়।

    তবে, যেসব শিক্ষার্থী কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন শুধু তাদের হলে ওঠার অনুমতি দেওয়া হবে।

    আজ রোববার একাডেমিক সেশন রিভিউ কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রো ভাইস চ্যান্সেলর, ফ্যাকাল্টি ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্টদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার।

    ছাত্র কল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    তিনি জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী এক ডোজ টিকা নিয়েছেন এবং ৬৮ শতাংশ ২ ডোজ টিকা নিয়েছেন।