Sat. Dec 9th, 2023

  …………………………

  একই মাদ্রাসা থেকে এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার খ-ইউনিট ও ঢাকা বিশ্ববিদ্যালয় খ-ইউনিটে প্রথম হয়েছেন দুই শিক্ষার্থী। তারা দুজনই ডেমরা দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী। ঢাবির খ-ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন মো. জাকারিয়া নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। একই মাদ্রাসা থেকে রাফিদ হাসান সাফওয়ান নামে এক শিক্ষার্থী ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় খ- ইউনিটের প্রথম স্থান অধিকার করেছেন।
  …….
  বুধবার দারুন্নাজাত মাদ্রাসায় গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের মাঝে আনন্দের ছাপ। তারা বলছেন, ‘আমাদের দুই ভাই দুই জায়গায় প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়া প্রায় ১৫-২০ জন প্রথম ১০০ জনের মধ্যে আছেন। আরও তো চান্স পেয়েছেনই। শিক্ষকরা বলছেন, ‘আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের যথেষ্ট সুযোগ দেওয়া হয় বাইরের জগত সম্পর্কে জানার। আলিম পরীক্ষা শেষ করে তারা যাতে দেশের যেকোন প্রতিষ্ঠান থেকে যেকোন লাইনে ভালো কিছু করতে পারে আমাদের পক্ষ থেকে সে সুযোগ করে দেওয়া হয়।

  …………………………

  এ বিষয়ে মো. জাকারিয়া বলেন, ‘আব্বু-আম্মু ও বন্ধুরা সব সময় বলতো আমি ফার্স্ট হবো। আজ আমি ফার্স্ট হয়েছি। শিক্ষকদের অনুপ্রেরণা আমার জন্য কাজে লেগেছে। সাফওয়ান আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের সাফল্য পরবর্তী ছোট ভাইদের জন্য উৎসাহমূলক হবে এবং তারা ভালো পড়াশোনা করবে এ কামনা করি।’

  ঢাবির খ-ইউনিটে প্রথম স্থান অধিকার করা জাকারিয়ার লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার ৮০ দশমিক ৫। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলসহ মোট প্রাপ্ত নাম্বার ১০০ দশমিক ৫ (মোট ১২০ নম্বরের মধ্যে)। তিনি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা।

  গুচ্ছ পদ্ধতির সমন্বিত ভর্তি পরীক্ষার বি- ইউনিটের ফলে প্রথম হন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তার নম্বর ৯৩ দশমিক ৭৫।