Sat. Sep 16th, 2023

    সারাদেশের ন্যায় চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে ১৮ হাজার ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬১ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেয় ১৭ হাজার ৫৮৭ জন।

    চাঁদপুর জেলা প্রশাসকের শিক্ষা শাখার সূত্রে জানা যায়, সারাদেশের মতো চাঁদপুরেও এসএসসি, দাখিল ও ভোকেশনালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার এসএসসি পরীক্ষায় ৮ হাজার ৭৯৪ জন পরীক্ষার মাঝে ৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত থাকে।

    ভোকেশনালে ১ হাজার ৮১২ জন পরীক্ষার্থীর মাঝে ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত ছিল। দাখিলে ৭ হাজার ৪৪২ জন পরীক্ষার্থীর মাঝে ৩০৫ জন পরীক্ষা থেকে বিরত ছিল। তবে জেলায় কোনো বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।

    চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাসান আলী সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। এ সময় উপস্থিত ছিলেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরো অনেকে।