রাজধানীর নিউমার্কেটের অদূরে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) তিন নম্বর গেট এলাকায় বছরখানেকের একটি শিশু অ’ঝোরে কাঁ’দছিল এক নারীর কোলে। পাশে দাঁ’ড়িয়ে থাকা লোকটি বারবার বলছিলেন, ‘এই তো বাবা, মায়ের পরীক্ষা শেষ।
এখনই চলে আসবে।’ সেই নারীও পরম স্নে’হে শিশুটির কা’ন্না থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু ফল মিলছিল না। শেষমেষ ওই লোকের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিয়ে অপা’রগতার কথা বলছিলেন তিনি। আজ শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার কয়েক মিনিট আগে বিজিবির তিন নম্বর গেটের বাইরে ফুটপাত সং’লগ্ন রাস্তায় এ দৃশ্য দেখা যায়।
শিশুটি কাঁ’দছে কেন জানতে চাইলে আজিজুর রহমান রিপন পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানান, তার স্ত্রী সন্ধ্যা মনি বিজিবি এলাকার ভেতরের পরী’ক্ষা কেন্দ্রে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরী’ক্ষা দিতে গিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন তারা। মা ছাড়া ছেলে ইমরুল আজিজ বারবার কা’ন্না করছে।
শিশুটির কা’ন্না দেখে আরেক পরীক্ষার্থীর স্ত্রী ওই নারী কা’ন্না থামাতে কো’লে তুলে নিয়েছিলেন। শুধু আজিজুর রহমান রিপন নন, তার মতো শত শত অভিভাবককে বিজিবির তিন নম্বর গেটের সামনে দুপুরে এভাবে অপে’ক্ষা করতে দেখা যায়।