Mon. Dec 11th, 2023

    ইন্দোনেশিয়ায় ১২ বছর বয়সী এক বালকের ‘উদ্ভট নাম’ সম্প্রতি ইন্টারনেট জগতে আলোড়ন সৃষ্টি করেছে। দেশটির দক্ষিণ সুমাত্রা নিবাসী এক দম্পতি তাদের সন্তানের নাম রেখেছেন ‘এবিসিডিইএফ জিএইচআইজেকে’।

    হ্যাঁ, এমন অদ্ভুত নাম হওয়ায় ছেলেটির নাম কৌতুকে পরিণত হয়েছে। ইংরেজি বর্ণমালার প্রথম ১১টি অক্ষর অনুসারেই সন্তানের নাম রেখেছেন এই বাবা-মা। মুয়ারা এনিম জেলায় করোনা টিকা গ্রহণের সময় তালিকায় ছেলেটির নাম দেখে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা ভেবেছিলেন কেউ হয়তো মজা করেছে। তবে যখন বালকটির নেমপ্লেটেও একই নাম দেখা যায়, তখন তারা বালকটির অদ্ভুত নামের ব্যাপারে নিশ্চিত হন।

    এ ঘটনা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অদ্ভুত নামের জন্য অনেকে আবার বালকটিকে কটাক্ষও করছেন। অনেকে প্রশ্ন তুলছেন, সবগুলো ইংরেজি বর্ণমালা দিয়ে নাম হলো না কেন?

    জানা যায়, অদ্ভুত নামের কারণে সহপাঠীরা প্রায়ই ঐ ছেলেকে বিরক্ত করে। আবার অনেকে হাসাহাসি করে। তার নাম কেন উচ্চারণের অযোগ্য সে ব্যাপারেও অনেক কথা শুনতে হয় তাকে।