Sat. Jun 10th, 2023

    …………………………

    লক্ষ্মীপুর জেলা কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিয়েছেন অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি জালিস মাহমুদ নামে একজন শিক্ষার্থী।
    বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কারাগারে বসেই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা দিয়েছেন তিনি। তিনি অস্ত্র মামলার আসামি। তার সঙ্গে অপর ৪ পরীক্ষার্থীও কারাগারে বসে পরীক্ষা দিবেন। আগামী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবেন তারা।
    ……
    জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। অন্যরা হলেন উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন মামুন, নোয়াগাঁওর ফজলে রাব্বি। তারা একই কলেজের এবং মানবিক বিভাগের ছাত্র।

    …………………………

    লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, ৫ জন পরীক্ষার্থীই অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। এর মধ্যে একজন সকালে পরীক্ষায় বসেছেন। জেল কোড নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা হচ্ছে।

    রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন উপলক্ষে ২৭ নভেম্বর রাতে র‍্যাব-পুলিশ মধ্য ভাদুর গ্রামের যুগী বাড়িতে অভিযান চালায়। এতে শাহ আলম সিদ্দিকী জীবন, পিজু ও ঐ ৫ পরীক্ষার্থীসহ ৩১ জনকে একটি এলজিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।