Sat. Jun 10th, 2023

    জামালপুরের ইসলামপুরে এইচএসসি (বিএম) পরীক্ষা শুরুর ১০ মিনিট পর প্রশ্ন পেয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের ৫১২ জন পরীক্ষার্থী। এতে তারা প্রয়োজনীয় অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে।

    বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ইসলামপুর রাশেদ মোশারফ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভেন্যু কেন্দ্র নেকজাহান পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, প্রথমদিন হিসাববিজ্ঞান পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়। একই সময় প্রশ্ন দেওয়ার নিয়ম থাকলেও প্রশ্ন দেওয়া হয় ১০টা ১০ মিনিটে। ওই কেন্দ্রে ৫১২ পরীক্ষার্থী ছিল। ১০ মিনিট পর প্রশ্ন পাওয়ায় প্রয়োজনীয় প্রশ্নের উত্তর লিখতে পারেনি অধিকাংশ পরীক্ষার্থী।

    মোশারফ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ও মূল কেন্দ্রের সচিব মনোয়ার হোসেন লাভলু বলেন, বোর্ড থেকে দেরিতে মেসেজ আসায় প্রশ্ন বিলি করতে বিলম্ব হয়েছে।

    ইসলামপুরের ইউএনও জাহিদুর রহমান বলেন, ১০ মিনিট পরে প্রশ্ন বিতরণ করলে ১০ মিনিট পরই পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা নিতে হবে।