




…………………………





সারাদেশের মতো টাঙ্গাইলেও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সোমবার সমাপনীর গণিত-১ পরীক্ষা শুরু হয়। সকাল ৯ টার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন। এরপর উত্তরপত্র দেওয়া হলে তারা রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখেন। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে।
……
এমন ঘটনা ঘটেছে ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে। জানা গেছে, শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লেখার পর ৯ টা ৫৫ মিনিটে জানতে পারেন ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে শিক্ষকরা খাতা নিয়ে নেন।





…………………………





অলোয়া বিএম কলেজে ২৯৬ জন ও বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, এতো কষ্ট করে বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে এসে জানলাম পরীক্ষা হবে না। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আগে নিলে এ ভোগান্তিতে পড়তে হতো না।
এ বিষয়ে টাঙ্গাইলের ভূঞাপুর ইউএনও মোছা. ইশরাত জাহান বলেন, সকাল সাড়ে ৯ নয়টার দিকে মেসেজ আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে সে মেসেজ পাঠানো হয়। তবে পরীক্ষার্থীরা আগেই রোল রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলেন। পরবর্তীতে সে সব খাতা কেন্দ্র সচিবের নির্দেশে উত্তোলন করে নেয়া হয়েছে। তবে কোন প্রশ্নপত্র খোলা হয়নি।
পরীক্ষার পরবর্তী সময়সূচী জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।