Mon. May 29th, 2023

    ***লিখেছেন সুব্রত ভৌমিক:

    রাজশাহী ইউনিভার্সিটির সদ্য বিদায়ী ভিসি আর আমি সতীর্থ । যদিও উনি আমার সামান্য সিনিয়র । তবে আমাদের শ্রীশ চন্দ্র বিদ্যা’নিকেতনের একজন কৃতি ছাত্র ছিলেন । উনার বাড়ির পাশের মেঠো সড়কে আমরা প্রায়ই একসঙ্গে স্কুলে যেতাম ।

     

    ফেরার পথে অনেক’দিন উনার ঘরে বসে গল্প করেছি , মান্নাদের গান গেয়েছি ।  মাটির ঘরটি ছিল পাটকাঠির বেড়া দেয়া । উনি শুতেন একটা বাঁশের মাচায় । কাঁথা বিছানো থাকতো ।

    বেড়ায় ঝুলানো থাকতো উচ্চতর গণিতের ফর্মুলা । এস এস সি পাস করে নাটোর নওয়াব সিরাজ উদ দৌলা কলেজে ভর্তি হলেন ।

    নাটোরের বিখ্যাত উকিল , অকৃতদার এবং একজন বিদ্যোৎসাহী ব্যক্তি প্রদ্যোত কুমার লাহিড়ীর বাসায় থাকতেন। দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের তিনি খাওয়া পড়ার খরচ দিতেন ।

    সেই আমাদের সোবহান ভাই এইচ এস সি পাস করলেন মেধাবৃত্তি পেয়ে । তারপর ভর্তি হলেন রাজশাহী ইউনি*ভার্সিটির ফলিত পদার্থ বিদ্যায় । সম্ভবত তিনি ছিলেন প্রথম ব্যাচের ছাত্র ।

     

    অনার্স এবং  MSc. তে প্রথম বিভাগ পেয়ে এখানেই শিক্ষক হিসেবে যোগ দিলেন । খুব সংগ্রাম করে উঠে এসেছেন । তার এই নৈতিক অবক্ষয় দেখে আমি বিস্মিত । অথচ একসময় তাঁকে নিয়ে গর্ব করতাম ।

    মানুষের লোভ মানুষকে কীভাবে  অমানুষ তৈরী করে  তার জীবন্ত উদাহরণ এই ব্যক্তি ।

    আজ যাঁর মাথে উঁচু করে বিদায় নেয়ার কথা  তিনি বিদায় হলেন পুলিশ পাহারায়।