ব্যবসা করা সবারই স্বপ্ন, আগামী কয়েক বছরের মধ্যেই ভারতে আরও অজস্র স্টার্টআপের জন্ম হবে। মানুষ নতুন নতুন স্টার্টআপ তৈরি করছে! যেখানে তারা সফলতাও পাচ্ছে! যাদের টাকা বেশি, তারা ততো বেশি টাকা দিয়ে শুরু করছে! সেসব মানুষের কাছে টাকা নেই, তাই তারা অল্প পুঁজি বিনিয়োগ করে স্টার্টআপ শুরু করছেন!
ভারতের যুবদের মধ্যে এসব দেখে খুব ভালো লাগে! একটা সময় ছিল যখন মানুষ কাজকে ছোট-বড় দৃষ্টিকোণ থেকে দেখত। কিন্তু এটা এখন আর চলে না! মানুষ আর কোনো কাজকে ছোট হিসেবে নিচ্ছে না। এখন সবার মধ্যেই কাজ করার তাগিদ রয়েছে। ১৭ বছর বয়সী অভিমন্যুর গল্পও একই রকম, সে প্রথম বর্ষের ছাত্র এবং গত বছর এই কাজ শুরু করেছিলেন! অভিমন্যু জানিয়েছেন যে, তিনি ধনী পরিবার থেকে এসেছেন! তাদের সংসারে টাকার কোনো সমস্যা নেই! কিন্তু তিনি নিজে থেকে কিছু করতে চেয়েছিলেন!
অভিমন্যু মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে শিকাঞ্জি-র (শরবত) ব্যবসা শুরু করেন তিনি! গ্রীষ্ম শুরু হলেই মানুষ শিকাঞ্জি পান করার জন্য উৎসুক হয়ে পড়েন! এমন পরিস্থিতিতে অল্প খরচে এই ব্যবসা শুরু করেন তিনি! অভিমন্যু জানান, যদিও তার বাবা একজন ব্যবসায়ী এবং তার বাবার থেকে ব্যবসা করার জন্য পাঁচ থেকে দশ লাখ টাকা চাইলেই দিয়ে দিতেন। কিন্তু তার স্বপ্ন ছিল সে তার বাবার কোন সাহায্য নেবে না! সে যা কিছু করবে, নিজেই করবে।
তিনি বলেন, নিঃসন্দেহে কেউ কেউ তাঁর এই কাজটিকে ছোট বলে মনে করছেন! কিন্তু অনেকেই তার কাজের প্রশংসা করছেন! তার বন্ধুরাও তাকে অনুপ্রাণিত করছে! অল্প খরচে এই ব্যবসা শুরু করে তিনি জানান, প্রথম মাসে তিনি প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় করতেন! আস্তে আস্তে মানুষ জানতে পারল এবং মানুষ তাঁর শরবত পান করা শুরু করল! তিনি শরবতে স্বাদ এবং পরিচ্ছন্নতা দুটোরই যত্ন নেন!
গত বছর তার ব্যবসা ভালোই চলে! তাও করোনার প্রভাবে! তিনি জানান, চলতি মাসেই আশা করা যায় এই ব্যবসা থেকে প্রতিমাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় হবে! তিনি শরবতের বিভিন্ন স্বাদ নিয়েও কাজ করছেন! বর্তমানে তিনি শুধু রাস্তায় ঠেলা গাড়ি থেকেই কাজ করছেন! সবকিছু ঠিকঠাক থাকলে এই ব্যবসার জন্য তাদের পরিকল্পনা যথেষ্ট বড়!