ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে চিরকালই নাম থাকবে সৌরভ গাঙ্গুলির। দেশ হোক বা বিদেশ, সব জায়গায় ভারতীয় দলকে সেরার শিরোপা এনে দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে বিদেশের মাটিতে সেই সময় সবথেকে ভালো ফল ছিল ভারতের। তবে, সবথেকে খারাপ বিষয় হল, ভারতীয় দলকে সাফল্যের চূড়ায় নিয়ে গেলেও দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেন নি তিনি।
এরপর ভারতের কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে বিতর্ক ও ধীরে ধীরে ভারতীয় দলে তিনি ব্রাত্য হয়ে পড়েন। খেলা থেকে সরে আসার পরেও মহারাজের দাদাগিরি চলতে থাকে। তিনি জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানের সঞ্চালক হয়েও বিশাল নাম কামান।
এরপর তিনি নিজের জীবনে আর একটি বড় উপলব্ধি পান। আর সেটি হল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন তিনি। BCCI-র সভাপতি হওয়ার পরও ব্যাপক প্রশংসিত হন তিনি। বিশেষ করে ইডেনকে নতুন রূপ দেওয়া আর অত্যাধুনিক করার ক্ষেত্রে তিনি অনেক খ্যাতি অর্জন করেন।
কিন্তু আপনি জানেন কী সৌরভ গাঙ্গুলির বেতন কত? তাঁর সম্পত্তিই বা কত? caknowledge.com ওয়েবসাইটের মতে সৌরভ গাঙ্গুলির মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় টাকায় ৩৬৫ কোটি টাকা। BCCI-র সভাপতি হিসেবে তাঁর বেতন ২ কোটি টাকার আশেপাশে বলে জানা গিয়েছে।
এছাড়াও Puma, DTDC ও ক্যাপ্টেন TMT বার-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি এখান থেকেও তিনি কোটি কোটি টাকা বেতন পান। এছাড়াও জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানের জন্যও তিনি ব্যাপক পরিমাণে একটি বেতন পান।