




…………………………





শিক্ষকতা একটি মহান পেশা।যারা চাকরি করার পাশাপাশি নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে একত্রে শান্তিপূর্ন ও নির্ভেজাল জীবনযাপন করতে চান তাদের জন্য শিক্ষকতা পেশার চেয়ে বিকল্প অন্য কোন পেশা হতে পারেনা। কর্তৃপক্ষ আগস্ট মাসে প্রায় ৪০ হাজারের মত সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
…….
তাছাড়া সরকার সম্প্রতি সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে আপগ্রেড করেছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ১-১৩তম গ্রেডের নিয়োগে কোন কোটা বহাল থাকবেনা।তাই প্রাথমিক শিক্ষক নিয়োগেও আর কোন কোটা বহাল রাখার সুযোগ নেই।শতভাগ মেধায় নিয়োগ দেয়া হবে যেটা আপনাদের জন্য অনেক বড় সুযোগও বটে।তাই আপনি যদি একেবারে নতুন গ্রাজুয়েট হন তাহলে আপনার প্রস্তুতি নেয়ার এখনই উৎকৃষ্ট সময়।





…………………………





প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২স্তরে হয়।এমসিকিউ টাইপের ৮০মার্কের লিখিত পরীক্ষা ও ২০মার্কের মৌখিক পরীক্ষা।আসল পরীক্ষা হচ্ছে এই লিখিত পরীক্ষাটি।আপনি লিখিত পরীক্ষায় যত বেশী মার্কস পাবেন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা তত বেশী।তাই লিখিত পরীক্ষার জন্য আপনাকে আসল প্রস্তুতি গ্রহণ করতে হবে।যাহোক এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি যেভাবে নিবেন সে বিষয়টি নিয়ে বেসিক আলোচনা করা যাক।