Fri. Jun 9th, 2023

    …………………………

    ৩৮ তম ভাইভা অভিজ্ঞতা
    মো: নুরুন্নবী খন্দকার
    রাজশাহী বিশ্ববিদ্যালয়
    শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি )
    শ্রদ্ধেয় আবদুল মান্নান স্যার এর বোর্ড
    ০৫-০২-২০২০
    সিরিয়াল -৭/৯
    বিষয়ঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
    সময়ঃ ২০-২৫ মিনিট

    …………………………

    বেল বাজতেই অনুমতি নিয়ে প্রবেশ করে স্যারের সামনে গিয়ে সালাম দিলাম। স্যার সালাম নিয়ে আমার কাগজ দেখছিলেন আমাকে বসতে বলতে ভুলেই গেছলেন মনে হয়! এক্স-১ গোলাম রব্বানী স্যার( প্রক্টর ঢাবি) বসতে বললেন, বসে ধন্যবাদ দিলাম।
    চে, স্যার: আমার সব কাগজ দেখছেন আর সব আমাকে বলছেন প্রায় ৪ মিনিট একাডেমিক ফলাফল ভাল দেখে খুব খুশি হইছিলেন। তার পর বলছেন আপনার বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম একটি ধর্ম আর বিভাগের একটা অংশ সংস্কৃতি, আপনি ধর্ম ও সংস্কৃতি মধ্যে সম্পর্ক কি ২ মি. বলেন?
    আমি: বললাম
    চে.স্যার: ধর্মের প্রয়োজনীয়তা কি?
    আমি : বললাম
    চে,স্যার: ধর্ম আমাদের কি শিক্ষা দেয়?
    আমি: বললাম
    চে,স্যার: ধর্ম না মানলে ক্ষতি কি?
    আমি: বললাম

    …………………………

    চে,স্যার: ধর্মের মূল কাজ কি?
    আমি: কিছু বললাম,স্যার যোগ করলেন দৈনন্দিন রুটিন পালন।
    এক্স-১: ভাইবার জন্য কমন প্রিপারেশন নিছেন?
    আমি: বললাম
    এক্স-১: অসমাপ্ত আত্মজীবনী পড়ছেন?
    কেমন লাগছে?
    চে,স্যার: আব্দুল হামিদ BScনাম শুনছেন?
    কে উনি?(প্রথমে রাষ্টপতি মনে করছিলাম)স্যার ভুল ধরায় দিলেন!( সরি বলছি,স্যার অসমাপ্ত আত্মজীবনী থেকে হেল্প করে চিনিয়ে দিসেন)
    বঙ্গবন্ধুর কে ছিলেন?
    কি পড়াতেন?
    এক্স-১: অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা ২ টাই দেখছেন?
    ২টার কভারে মিল কোথায়? তারপর এক্স-২ এর দিকে ঠেলে দিয়ে, ম্যাডাম কিছু ধরেন।
    এক্স-২: বিভাগ পড়তে কেমন লাগে?
    কয়টা কোর্সের নাম বলেন?
    তারপর বললেন Muslim Architecture (outside of India) কোর্সটা কেমন লাগে?( তারপর শুরু!!)
    ইসলামের প্রথম মসজিদ কোনটা?
    এর বর্ণনা দিন?
    এর বিশেষত কি?
    কেবলা কবে পরিবর্তন হয়?
    মদিনা মসজিদের কেবলা কোন দিকে ছিল?
    পরে কোন দিকে হয়?
    মসজিদে আকসা কোথায়?

    …………………………

    চে,স্যার: বাংলদেশের কেবলা কোনদিকে? (আমি সরাসরি দিক বলায়) পরে, ইংল্যান্ড,তুরস্
    ক,সুদান,এবং শেষে,সৌদির কেবলা কোন দিক বলায়, আমি বুজতে পেরে আর দিক না বলে কেবলা কাবা বলায় স্যার হেসে! এতক্ষণে বুঝতে পারলেন!!
    এক্স-২: আদর্শ নকশার মসজিদ বলতে কি বুঝেন?
    বৈশিষ্ঠ্য কি কি?
    প্রথম আদর্শ নকশার মসজিদ কোনটি?
    কে নির্মান করেন?
    আল-ওয়ালিদের শাসন কাল বলেন?
    তার বাবার নাম কি?
    আব্বাসীয় আমলের সবচেয়ে বড় মসজিদ কোনটি?
    সামাররা মসজিদের বিশেষ বৈশিষ্ঠ্য কি?
    মানার আল মালবিয়া অর্থ কি?
    এক্স-১: মালবিয়ার ছবি দেখছেন?
    চে,স্যার: পেঁচানো সিড়ি কি বাহির দিয়ে ছিল?
    চে,স্যার : আপনি তো SSC, HSC,মাদ্রাসায় পড়ছেন?
    কেন পড়লেন?
    মাদ্রাসাটা কেমন?
    ইংরেজি,গণিতের স্যার কেমন?
    HSC র পর কি করলেন(১ বছর গ্যাপ দেখে)
    তারপর রাবিতে ভর্তি হলেন?
    SSC,HSC,রেজাল্ট তো খারাপ বিভাগে ভাল করলেন কেমনে?(GPA-5 না থাকায় আর বিভাগে ৩.৫+ থাকায়)
    চে,স্যার: আপনার বাসা, পীরগঞ্জ, রংপুর, পীরগঞ্জের বিখ্যাত ব্যক্তি কে?

    …………………………

    ড. ওয়াজেদ মিয়া কে?
    পদার্থ বিজ্ঞানের কোন শাখায় উনার অবদান আছে?
    বঙ্গবন্ধুর সাথে কেমন সম্পর্ক ছিলো?
    কবে বিয়ে হয়?
    বিয়ের উকিল কে ছিল?
    বঙ্গবন্ধুকে নিয়ে একা বই লিখছেন নাম জানেন?( সরি বলায়)
    আপনার এলাকার বিখ্যাত মানুষটা বঙ্গবন্ধকে নিয়ে বই লিখলেন জানেন না!!
    এক্স-১:বইটা ছোট পরে নিয়েন!!
    চে,স্যার: কিছু করেন?
    বিয়ে করছেন?
    এত দিনে করেন নি কেন?(এক্স-১ : স্যার এখনকার ছেলে মেয়েরা ভাল জব না করলে বিয়ে করে না!)
    ক্যাডার হলে কত দিনের মধ্যে বিয়ে করবেন?
    তার পর শুভকামনা জানায়ে বিদায় করলেন।
    বি.দ্র: বোর্ড অনেক হেল্প করছে! এক্স-১ মোটামুটি নিরব,
    এক্স-২ বিভাগ নিয়ে ব্যাস্ত ছিলেন!
    আর চে, স্যার সর্বদা হাসিখুশি ছিলেন ও খুব হেল্পফুল ছিলেন।
    বোর্ড শুধু ২টা প্রশ্ন সরি বলছি!!
    ফলাফলঃ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত।
    তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/