ছিলেন এক সাধারণ স্কুল শিক্ষক। আর এখন তিনি প্রায় ৫৭০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩৯ হাজার ২৫৩ কোটি ৬২ লক্ষ টাকার) কোম্পানির মালিক। বাইজু রবীন্দ্রন সাত বছর আগে তৈরি করেছিলেন ‘থিঙ্ক অ্যান্ড লার্ন’ নামে এক কোম্পানি। তারাই তৈরি করে অনলাইন শিক্ষার অ্যাপ বাইজুস।
বাইজুসের সঙ্গে সম্প্রতি চুক্তি ছিলো ওয়াল্ট ডিজনির। এইচুক্তির ফলে থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট ১৫ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩২ কোটি ৬৮ লক্ষ ২৫ হাজার টাকা পায়। সেই হিসেবে থিঙ্ক অ্যান্ড লার্ন কোম্পানির মোট মূল্য এখনও পর্যন্ত দাঁড়িয়েছে ৫৭০কোটি মার্কিন ডলার। ডিজনির হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রেও পরিষেবা চালু করছে বাইজুস।
থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেটের ২১ শতাংশ শেয়ার রয়েছে, প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের হাতে। ফলে ৩৭ বছর বয়সী রবীন্দ্রনের এখন সম্পত্তির পরিমান এখন প্রায় ১০ হাজার ২৪০ কোটি ১৮ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা।