




…………………………





নোয়াখালীর সেনবাগে দৃষ্টিহীন শিক্ষার্থী মোহাম্মদ রাহি জি চৌধুরীকে একটি কম্পিউটার উপহার দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান।
……
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে কম্পিউটারটি তুলে দেওয়া হয়। এসময় কম্পিউটার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ রাহি জি চৌধুরী।





…………………………





রাহি বলেন, ‘আমার প্রতিবন্ধকতার পথচলায় একটি কম্পিউটারের স্বপ্ন ছিল, যা আজ জেলা প্রশাসক পূরণ করলেন। এ উপহার আমার অনেক উপকারে আসবে। এজন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জানা গেছে, মোহাম্মদ রাহি জি চৌধুরী দৃষ্টিহীন হয়েও আপন শক্তিতে এগিয়ে চলেছেন। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে এরই মধ্যে তার একটি কাব্য প্রকাশিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘প্রতিভাবান মোহাম্মদ রাহি জি চৌধুরী অন্য দশজন মানুষের থেকে অনন্য। তার পথচলার অংশীদার হতে একটি কম্পিউটার উপহার দিয়েছি।